আসছে বরিশালের তরুন উদীয়মান অভিনেতা সাদাব সাঈফের অভিনীত ও তার লেখা শর্টফিল্ম "পদ্মকাহন" আসছে বরিশালের তরুন উদীয়মান অভিনেতা সাদাব সাঈফের অভিনীত ও তার লেখা শর্টফিল্ম “পদ্মকাহন” News News Desk প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২১ নিজস্ব প্রতিবেদকঃ ‘পদ্মকাহন’ গল্প টি ভাবা হয়েছে দুটি কবিতা থেকে যার একটি লিখেছেন সাদাব সাঈফ নিজেই, অন্যটি লিখেছেন তরুন কবি মাহফুজ রায়হান। কবিতাংশ থেকে নেয়া এই ভিন্নধর্মী শর্টফিল্মের নির্দেশনা দিয়েছেন বরিশালের তরুন উদীয়মান নির্দেশক এস আই লিখন, শর্টফিল্ম টি শীঘ্রই দেখা যাবে ইউটিউব চ্যানেল 2 Star Media এর ব্যানারে। “পদ্মকাহন” এ কলাকৌশলী হিসেবে ছিলেন, সাদাব সাঈফ, সুলতানা জোজো, নিলয়, রিয়াজ প্রমুখ। এছাড়াও প্রযোজক ছিলেন মেহেদী হাসান, ক্যামেরায় মেহেদী হাসান হৃদয়, এস আই লিখন, ফোরকান, গল্পটি সবার হৃদয় ছুয়ে যাবে ও নজর কাড়বে সবার এ ব্যাপারে আশাবাদী পুরো পদ্মকাহন টিম। SHARES বিনোদন বিষয়: আসছে বরিশালের তরুন উদীয়মান অভিনেতা সাদাব সাঈফের অভিনীত ও তার লেখা শর্টফিল্ম "পদ্মকাহন"