কবিতা, মানুষ শেষ থেকে শুরু হয়ঃ স্বপ্নীল হাসান ইমন News News Desk প্রকাশিত: ৮:৪৫ পূর্বাহ্ণ, আগস্ট ২৪, ২০২১ ব্যক্তিগত জীবনকে উপেক্ষা করে অন্য কারো মন রক্ষার্থে চাঁদকে জোর করে সুন্দর বলাই যায়! আসলে কী সুন্দর মন থেকে বলা হচ্ছে? কফিনে বন্দী থাকা লাশেরও চিৎকার হয়! কান পেতে শোনা যায় কফিনে থাকা ঘুন পোকার শব্দ! লাশের চিৎকার শুনতে মন লাগে। নক্ষত্রের বয়স বাড়ে, বুড়ো হয়! শুধু তার নিজস্ব আলোর গভীরতা ফুরায় না। অথচ, নিভে যাওয়া আলোর প্রতি আমাদের অভিযোগের শেষ নেই। সুবিশাল পৃথিবীর আনাচে-কানাচে হৈমন্তীর মত দাঁড়িয়ে থাকা অগণিত নারী! দিন ফুরাতেই এই সুন্দর পৃথিবী কে ঘৃণা করে। প্রকৃতপক্ষে ঘৃণিত পৃথিবী নয়! ঘৃণিত পৃথিবীর জন্মানো পথ দিয়ে বেরিয়ে আসা অজস্র ব্যক্তিত্ব। কেবল-ই নারীকে দেখে সুন্দরতা বিচার করা মানুষ, তার ভিতরে থাকা যন্ত্রণা দেখতে পায় না। চোখ দিয়ে রূপ-লাবণ্য দেখা যায়! যন্ত্রণা না। মানুষ ধীরে ধীরে ফিরে যায় তার পূর্বের সময়ে! একটা সময় মানুষ অবুঝ থাকে,এবং জীবনের শেষ সময় অবুঝ ই হয়ে যায়। আসলে মানুষ শুরু থেকে শেষ নয়! ধাপে ধাপে শেষ থেকে শুরু হয়। SHARES সাহিত্য বিষয়: কবিতামানুষ শেষ থেকে শুরু হয়ঃ স্বপ্নীল হাসান ইমন