বরিশাল চরমোনাই পীর এর উদ্যোগে ফ্রি অক্সিজেন (C.V.S.T) চালু করেছেন News News Desk প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২১ মোঃ তরিকুল ইসলাম, বরিশালঃ সারা দেশব্যাপি করোনা ভাইরাসের মহামারি ক্লান্তি লগ্নে দেশে যখন অক্সিজেনের সংকট। তখনই সরকারি-বেসরকারি ভাবে চালু হয়েছে ‘চরমোনাই ভলান্টিয়ার সার্ভিস টীম’। তারই ধারাবাহিকতায় বরিশাল জেলায় ইসলামী আন্দোলনের উদ্যোগে ‘চরমোনাই ভলান্টিয়ার সার্ভিস টীম’ চালু করছেন। করোনা আক্রান্ত কেউ এই (০১৭৪৭-৪০১২১৭) মোবাইল নম্বরে ফোন করলেই তার কাছে পৌঁছে দেয়া হবে অক্সিজেন এমনটাই জানিয়েছেন (C.V.S.T) এর সংগঠনের সভাপতি মোঃ জাকারিয়া হামিদী-তিনি বলেন আমরা সর্বদাই মানুষের সেবায় কাজ করে যেতে চাই তার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। বর্তমানে প্রায় প্রতিটি পরিবারের কেউ না কেউ জ্বর ও সর্দি কাশিতে আক্রান্ত রয়েছেন। নানা কারণে তাদের সিংহভাগই করোনা পরীক্ষা করছেন না। করোনাভাইরাস ও জ্বর-সর্দিতে আক্রান্তদের মধ্যে কেউ কেউ শ্বাসকষ্টে ভুগছেন। করোনা আক্রান্ত ও শ্বাসকষ্টজনিত সমস্যার রোগীদের বিনামূল্যে জরুরি অক্সিজেন এবং মৃত্যু ব্যাক্তি কে দাফনের সেবায় সেবার লক্ষ্যে সম্প্রতি ব্যক্তি উদ্যোগে চালু হয়েছে ‘চরমোনাই ভলান্টিয়ার সার্ভিস টীম’। এখানে বিশেষ একটি টিম কাজ করবে। ফোন পাওয়ার সাথে সাথে যথাস্থানে দ্রুত সম্ভব এম্বুলেন্স ও অক্সিজেন পৌঁছে দেয়া হবে এবং দাফন-কাফনের ব্যাবস্থা করা হবে।এ ছাড়াও বিগত দিনে ইসলামি আন্দোলনের পক্ষ থেকে প্রাকৃতিক দূর্যোগ,মহামারীতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।সমাজ সেবক হিসেবে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ বিষয়ে জাগুয়া ইউনিয়ন চেয়ারম্যান মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদী বলেন, ‘যদি কেউ শ্বাসকষ্টজনিত কারণে ‘চরমোনাই ভলান্টিয়ার সার্ভিস টীমে’ ফোন করে তাহলে দ্রুত সময়ের মধ্যে এম্বুলেন্স এবং অক্সিজেন পৌঁছে দেয়া হবে। সাধারণ মানুষের উপকারের স্বার্থে ‘চরমোনাই ভলান্টিয়ার সার্ভিস টীম’ চালু করা হয়েছে। SHARES বিশেষ সংবাদ বিষয়: বরিশাল চরমোনাই পীর এর উদ্যোগে ফ্রি অক্সিজেন (C.V.S.T) চালু করেছেন