BHRWT এর বরিশাল মহানগর সাধারণ সম্পাদকের বাবার মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত News News Desk প্রকাশিত: ৩:০৩ পূর্বাহ্ণ, জুলাই ১৭, ২০২১ smart সৈয়দ নাঈমঃ বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট বরিশাল জেলা ও মহানগর এর উদ্যোগে বরিশাল জেলার সাধারণ সম্পাদক মাহফুজ পারভেজ’র পিতার মৃত্যুতে শুক্রবার মাগরিব নামাজের পর বরিশাল সিএন্ডবি রোড সুজাবাদ লেনে নিজ কার্যালয়ে শোকসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ-সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট’র বরিশাল জেলার সভাপতি হাজী মোঃ শামীম, বরিশাল মহানগরের সভাপতি শেখ আব্দুল্লাহ মনি, জেলা ছাত্র ইউনিটের সভাপতি রবিউল ইসলাম শান্তসহ সংগঠনের অনন্য সদস্য বৃন্দ। SHARES বিশেষ সংবাদ বিষয়: BHRWT এর বরিশাল মহানগর সাধারণ সম্পাদকের বাবার মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত