কুড়িগ্রামে মহিলা মেম্বার অলিনা বেগমের প্রতিবন্ধী ছেলে কে পিঠিয়ে হত্যা News News Desk প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২১ কুড়িগ্রাম জেলা সদর উপজেলায় এক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা এবং ওই যুবকের মা’কে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশী মোঃ কাজল খান কাশেম নামের এক যুবকের বিরুদ্ধে। বুধবার (১৪ জুলাই) ভোগডাঙ্গা ইউনিয়নের কাচিচদা গ্রামে সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম জাহিদ হাসান(১৮) তিনি প্রতিবন্ধী বলে জানান এলাকাবাসী। ওই ঘটনায় আহত জাহিদ হাসানের মা ভোগডাঙ্গা ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার অলিনা বেগম (৪৮)। অভিযুক্ত কাশেম একই গ্রামের সাইফুল হকের পুত্র। কুডিগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার (১৪ জুলাই) সকাল ৭ টার দিকে স্থানীয় মহিলা মেম্বার অলিনা বেগমের বাড়িতে এলাকার এক মহিলা ও তার মেয়ে ত্রাণ চাইতে আসেন। এরপর অলিনা বেগম এর বাড়ীর সামনে প্রতিবেশী কাশেমের বাড়ী সংলগ্ন রাস্তার উপর ত্রাণ নিতে আসা মহিলা ও তার মেয়ে সাথে অলিনা বেগমের কথা কাটাকাটি শুরু হয়। কুড়িগ্রাম সদর থানা ইনচার্জ খান মোহাম্মদ শাহরিয়ার বলেন অভিযোগ পেলে দোশি কে আইনের আওতায় নিয়ে আশা হবে। SHARES নির্যাতন বিষয়: কুড়িগ্রামে মহিলা মেম্বার অলিনা বেগমের প্রতিবন্ধী ছেলে কে পিঠিয়ে হত্যা