ক্ষমতাচ্যূত নেত্রী অং সান সু চি’র বিরুদ্ধে নতুন চারটি অভিযোগ দায়ের News News Desk প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২১ মিয়ানমারের ক্ষমতাচ্যূত নেত্রী অং সান সু চি’র বিরুদ্ধে নতুন চারটি অভিযোগ আদালতে দায়ের করা হয়েছে।দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্ডাল-এর একটি আদালতে অভিযোগগুলো দায়ের করা হয়। বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী সু চি’র আইনজীবী মিন মিন সো সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানান, নতুন এই অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য পাননি তিনি। শুধু জানা গেছে, সেগুলো দুর্নীতি সংক্রান্ত এবং এর মধ্যে দু’টিতে সু চি সরকারের সাবেক মন্ত্রী মিনথুকেও অভিযুক্ত করা হয়েছে। তিনি বলেন, ‘অভিযোগগুলো দুর্নীতি সংক্রান্ত। আমরা জানি না, তাঁরা কেন মামলাগুলো করলো? অথবা সুর্নিদিষ্ট কারণই বা কী? আমরা বিষয়গুলো খতিয়ে দেখবো।’ নতুন অভিযোগগুলোর জন্য সু চিকে দেশটির তিনটি ভিন্ন শহরের আদালত মোকাবিলা করতে হতে পারে। নতুন অভিযোগের বিষয়ে কিছু বলেনি দেশটির ক্ষমতায় থাকা সেনাবাহিনী। সোমবার সেনাবাহিনীর একজন মুখপাত্র শুধু বলেছেন, স্টেট কাউন্সিলর পদটি সৃষ্টির সময় সু চি সংবিধান লঙ্ঘন করেছেন। SHARES আন্তর্জাতিক বিষয়: ক্ষমতাচ্যূত নেত্রী অং সান সু চি'র বিরুদ্ধে নতুন চারটি অভিযোগ দায়ের