জনসমর্থনে কেদারপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মুহাঃ জামাল উদ্দিন News News Desk প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, জুন ২০, ২০২১ বরিশালঃ আসন্ন ২নং কেদারপুর ইউনিয়নের হাতুড়ি মার্কায় চেয়ারম্যান প্রার্থী জনাব মুহাঃ জামাল উদ্দিন এর সমর্থনে এলাকাবাসী। এলাকাবাসী বলেন, জনাব মুহাঃ জামাল উদ্দিন সাহেব হতে পারলে এলাকা হবে উন্নয়ন, মাদক মুক্ত, ইভটিজিং, বাল্যবিবাহ বন্ধ করার লক্ষে বিগত দিন তিনি কাজ করে আসছেন। জনাব মুহাঃ জামাল উদ্দিন বলেন আমি বিগত দিনে জনগনের সেবা করে এসেছি আর বর্তমানে ও আমি জনগনের সেবা করতে এসেছি। জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে আমি ২নং কেদারপুর ইউনিয়নের অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করে একটি আদর্শ ও আলোকিত ওয়ার্ডে রুপান্তিত করব ইনশাআল্লাহ। তিনি আরো বলেন আমি যদি যোগ্য হই, আমি যদি বিগত দিনে কারো কোন ক্ষতি না করে থাকি তাহলে যেন জনগন আমাকে আবার পূনরায় নির্বাচিত করে । তবে আমি একটা কথা বলব, এটা আমার এলাকা, জনগন আমার আপনজন, আমি নির্বাচিত হই আর না হই সারা জীবন জনগনের পাশে থেকে সেবা করে যাবো। SHARES নির্বাচনের মাঠ বিষয়: জনসমর্থনে কেদারপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মুহাঃ জামাল উদ্দিন