মেম্বার প্রার্থী ইউনুচ সরদার সান্টুর শেষ নির্বাচনী মিছিল ও উঠান বেঠক জনসভায় পরিনত News News Desk প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, জুন ১৯, ২০২১ মে: রুবেল, বানারীপাড়া প্রতিনিধিঃ বানারীপাড়া সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড (কাজলাহার) গ্রামের মেম্বার প্রার্থী ইউনুচ সরদার সান্টুর শেষ নির্বাচনী উঠান বৈঠক জনসভায় পরিনত হয়েছে। ১৯ জুন শনিবার বিকেলে কাজলাহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে উঠান বৈঠক শেষে প্রার্থী মোঃ সান্টুর মোরগ মার্কার সমর্থনে কাজলাহার বাজারে বিশাল একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল টি ওই গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রার্থীর নির্বাচনী ক্যাম্প কাজলাহার বাজারে গিয়ে শেষ হয়। মিছিলে প্রায় ৫ শতাধিক নারী পুরুষ ভোটার অংশ গ্রহন করেন। এ সময় মিছিলে পুরুএলাকায় স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে। ভোটাররা মিছিলে বিভিন্ন প্লাকার্ড নিয়ে আসেন।মিছিলে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পরার মত।পরে ভোটারদের মিস্টিমুখ করানো হয়। বানারীপাড়া সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে (কাজলাহার গ্রামে) মোট ভোটার রয়েছে ৭৫০ জন। এর মধ্যে পরুষ ৩৬৫ এবং নারী ভোটার ৩৮১ জন। আগামী ২১ জুন এ উপজেলার ৭ টি ইউনিয়নে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। ইউনুচ সরদার সান্টু জানান,সুষ্ঠু ভোট হলে তিনি শতভাগ বিজয়ী হওয়ার আশাবাদ ব্যাক্ত করেছেন। SHARES নির্বাচনের মাঠ বিষয়: মেম্বার প্রার্থী ইউনুচ সরদার সান্টুর শেষ নির্বাচনী মিছিল ও উঠান বেঠক জনসভায় পরিনত