ওয়াক ফর লাইফ’র আয়োজনে প্রতিবন্ধীদের উপর সহনশীলতার বিষয়ে প্রশিক্ষণ! News News Desk প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, জুন ১২, ২০২১ সৈয়দ নাঈমঃ বরিশাল নগরীতে ফিজিওথেরাপিস্ট ও প্র্যাক্টিশনার মোঃ মাজহারুল ইসলামের সঞ্চলনায়, ‘ওয়াক ফর লাইফ’র আয়োজনে ১২ জুন শনিবার বেলা ১২ টায় বরিশাল এ্যাড. হেমায়েত উদ্দিন আহম্মদ ডায়াবেটিক ও জেনারেল হাসপাতালের অডিটোরিয়াম রুমে, হাসপাতাল স্টাফদের নিয়ে প্রতিবন্ধীদের উপর সহনশীলতা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। ছবি- সৈয়দ নাঈম। এ-সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডাঃ আলতাফ মাহমুদ- কনসালটেন্ট ডায়াবেটিক সমিতি, বরিশাল। ডাঃ নার্গিস নিগার- সিনিয়র মেডিকেল অফিসার ডায়াবেটিক সমিতি, বরিশাল। ডাঃ শারমিন আফরোজ মেডিকেল অফিসার ডায়াবেটিক সমিতি, বরিশাল। হাসপাতাল প্রশাসনিক কর্মকর্তা মোঃ নেছার আলী। SHARES স্বাস্থ্য বিষয়: ওয়াক ফর লাইফ'র আয়োজনে প্রতিবন্ধীদের উপর সহনশীলতার বিষয়ে প্রশিক্ষণ!