বগুড়ায় করোনায় আরও একজনের মৃত্যু, আক্রান্ত ২৩ News News Desk প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, জুন ৯, ২০২১ রেজওয়ানুল ইসলাম, বগুড়াঃ বগুড়ায় একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩ জন। এছড়া নতুন করে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১ জন। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাস আক্রান্ত হলেন বারো হাজার ৪৪৯ জন। আজ বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, দুটি পিসিআর ল্যাবে ১৬০ জনের নমুনা পরীক্ষা করা হয় এর মধ্যে ২৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। আক্রান্তদের ২২ সদরের বাসিন্দা এবং ১ জন শিবগঞ্জের। সূত্রটি আরও জানায়, আজ দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়ে ১ জন মারা গেছেন। তার বয়স ৬৮। এছাড়া আজ সুস্থ হয়েছেন ২৪ জন। বগুড়ায় এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এগারো হাজার ৮৯৮ এবং মারা গেছেন ৩২৩ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২২৮জন। SHARES স্বাস্থ্য বিষয়: আক্রান্ত ২৩বগুড়ায় করোনায় আরও একজনের মৃত্যু