বরিশালে আদর্শ মানব কল্যান ফাউন্ডেশন’র উদ্যোগে ঈদ খাবার বিতরণ (ভিডিও) News News Desk প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, মে ১৫, ২০২১ °মানবতাই আমাদের ঈদ° ❝ঈদ❞ মানেই খুশি। ঈদ মানেই আনন্দ। এ আনন্দ সকল মুসলমানদের। ধনী -গরীব ভেদাভেদ ভুলে সবাই আনন্দে মেতে ওঠে এই ঈদে। প্রায় গত দুই বছর ধরে চলমান কোভিড-১৯ মহামারী এই চিত্রকে যেন সম্পূর্ণ পালটে দিয়েছে। বরিশালে আদর্শ মানব কল্যান ফাউন্ডেশন’র উদ্যোগে ঈদ খাবার বিতরণ pic.twitter.com/RVNgz34WkL — বিজয়ের বাংলাদেশ (@BIJOYERBD) May 15, 2021 কঠোর লকডাউনের ফলে জন-সাধারণ খেটে খাওয়া মানুষ, দিনমজুর ও পথশিশুদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। ঈদ যেন তাদের কাছে কোন বিশেষত্বই রাখে না। এ পরিস্থিতিতে বরিশাল নগরীর কয়েকজন কওমি মাদরাসার ছাত্ররা মিলে তাদের পাশে দাঁড়ানোর পরিকল্পনা করে। রমজানে প্রায় বিশদিন তাদের নিজস্ব প্লাটফর্ম সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ❝আদর্শ❞ এর উদ্যোগে প্রতিদিন প্রায় ৫০ জনকে সাহরি ও ইফতার বিতরণ করে। এরপরে এবার তারা উদ্যোগ নিয়েছিলো নতুন একটি ইভেন্টের। যার নাম দেয়া হয় ❝মানবতাই আমাদের ঈদ❞। যেন নিজেদের ঈদ আনন্দ টা অসহায় ও দুস্থদের সাথে ভাগাভাগি করে নিতে পারে,এই লক্ষ্যেই এ আয়োজন। এ বছরের ঈদুল ফিতরের দিনে ঈদের নামাজ শেষ করে, ১৫ মে শুক্রবার সকাল ৯ঃ৩০ মিনিটে সংগঠন ❝আদর্শ❞ এর এই স্বেচ্ছাসেবীরা বরিশাল নগরের বিভিন্ন জায়গায় প্রায় দু’শত অসহায়-দুস্থদের মাঝে ঈদ খাবার বিতরণ করা হয়। যাতে আইটেম হিসেবে ছিলোঃ- পোলাও, রোস্ট, ফিরনি ও কোমল পানীয়। বিতরণ কালে সংশ্লিষ্টরা বলেন, অসহায় মানুষেরাও আমাদের মত রক্তে গড়া মানুষ । তাদের আমাদের মত জীবন যাপনের অধিকার রয়েছে, তাই সমাজের সামর্থবানদের নিজ নিজ অসবস্থান থেকে এসব অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে আসা প্রয়জন। আর এরই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন,, এভাবে যদি মানুষ মানুষের জন্য এগিয়ে আসে তাহলে এই দূর্দিনের মেঘ সরে গিয়ে সুদিনের আলো প্রতিভাত হবে। তাই আসুন , আমরা সবাই অসহায় মানুষের এগিয়ে আসি। উপহার স্বরূপ , ঈদ খাবার বিতরণ কালে উপস্থিত ছিলেন, হাঃ তালহা আমিন – নাসিম হাওলাদার – সায়াদ উদ্দিন রুমি – রহমাতুল্লাহ – ইউসুফ নূরী – হেদায়েতুল্লাহ – হাফেজ মিরাজ – গোলাম রাব্বি – নাজমুল ইসলাম – হাফেজ তালহা হুসাইন – সিয়াম সাকিব – মাহিয়ান মাহমুদ – নোমান এবং আরো অন্য সেচ্ছাসেবীরা। SHARES বিশেষ সংবাদ বিষয়: বরিশালে আদর্শ মানব কল্যান ফাউন্ডেশন'র উদ্যোগে ঈদ খাবার বিতরণ