শরীয়তপুরে এ সোদিআরব এর সাথে মিল রেখে নড়িয়া উপজেলায় ঈদ পালন News News Desk প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, মে ১২, ২০২১ আল আমিন, শরীয়তপুরঃ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বৃহস্পতিবার (১৩ মে) শরীয়তপুরের নড়িয়া উপজেলার বেশ কিছু গ্রামের লক্ষাধিক মানুষ ঈদ উদযাপন করবেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন সুরেশ্বর দরবার শরিফের পীর সৈয়দ তৌহিদুল হোসাইন শাহীন নূরী। সৈয়দ তৌহিদুল হোসাইন শাহীন নূরী জানান, বুধবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদের চাঁদ দেখা যাবে। বৃহস্পতিবার সেখানে ঈদ উদযাপিত হবে। তাই মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরিফের প্রতিষ্ঠাতা হযরত জান শরীফ শাহ সুরেশ্বরীর (রা.) অনুসারীরা বৃহস্পতিবার ঈদুল ফিতরের নামাজ আদায় করে ঈদ উদযাপন করবেন। করোনাভাইরাসের কারণে সরকারি নির্দেশনা সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় জন্য আহ্বান জানিয়েছেন সুরেশ্বর দরবার শরীফের পীর। SHARES ইসলাম বিষয়: শরীয়তপুরে এ সোদিআরব এর সাথে মিল রেখে নড়িয়া উপজেলায় ঈদ পালন