বরিশালে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্দ্যেগে ঈদ সামগ্রী বিতরন সম্পন্ন News News Desk প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, মে ১২, ২০২১ বরিশালের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডসের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। ১২ ই মে বুধ বার বরিশাল নগরীর নবগ্রাম রোডস্হ মানু মিয়া লেনে অবস্হিত অস্থায়ী কার্যালয়ে এবং নগরীর বিভিন্ন বাসায় ঘুরে ঘুরে করোনাকালীন সময়ে কর্মহীন, অসহায় ও দুস্থ মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। উক্ত ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে সেমাই,নুডলস,দুধ,চিনি,আলু, পিয়াজসহ বিভিন্ন খাদ্য সামগ্রী।এছাড়া কিছু মানুষকে ঈদের নতুন পোশাকও প্রদান করা হয়। খাদ্য সামগ্রী বিতরণকালে লাভ ফর ফ্রেন্ডস সংগঠনের সভাপতি পারভেজ সিকদার বলেন, মহামারী করোনা পরিস্থিতির শুরু থেকেই অসহায় মানুষের পাশে ছিলাম ইনশাআল্লাহ ভবিষ্যতেও মানবতার কল্যানে আমাদের সংগঠন কাজ যাবে। এছাড়া উক্ত কার্যক্রমে সার্বিকভাবে যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। SHARES বিশেষ সংবাদ বিষয়: বরিশালে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠনের সৌজন্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত