বরিশালে ইশা ছাত্র আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল News News Desk প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২১ তরিকুল ইসলামঃ ২৮ এপ্রিল (বুধবার) বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ড ধান গবেষনা রোডে স্থানীয় ইশা ছাত্র আন্দোলনের উদ্যোগে আশ্রাফিয়া মাদ্রাসায় পবিত্র কুরআন তেলওয়াত ও বিশ্বব্যাপীর জন্য দোয়ার মাধ্যমে ইফতার ও মাহফিলের আয়োজন করা হয়। এ-সময় সংশ্লিষ্টরা বলেন আপনারা হলে আপনারা হচ্ছেন অগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যত, গুনেধরা সমাজ ব্যবস্থা পরিবর্তনে আপনাদেরকে নবী করীম সাঃ এর পূর্ণ আদর্শে আদর্শিত হয়ে, সমাজ থেকে সকল অন্যায়, পাপাচার, হত্যা, খুন, ধর্ষণ প্রতিরোধে এগিয়ে আসতে হবে। বরিশালে ইশা ছাত্র আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল pic.twitter.com/KfJTbAQ3fM — বিজয়ের বাংলাদেশ (@BIJOYERBD) April 29, 2021 রমজান মাস আখেরাতের পুণ্য অর্জনের মাস। মহান রবের পক্ষ থেকে মুমিনদের জন্য রহমত মাগফিরাত ও নাজাতের মাস। সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। স্বাধীনতা আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা অবিস্বরনীয়, দেশ স্বাধীন হয়েছে কিন্তু দেশের মানুষের কাঙ্খিত মুক্তি আসেনি। তাই পীর সাহেব চরমোনাই জাতির মুক্তির জন্য ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় যে আওয়াজ তুলেছেন সেই সত্যের পক্ষে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে আহ্বান জানান। সাংবাদিকদের লেখনি শক্তির মাধ্যমে একটি জাতিসত্বাকে জাগ্রত করা যায়। তাই দেশ, জাতি ও সত্য-ন্যায়ের পক্ষে কাজ করে সাংবাদিকরা দেশে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে। পবিত্র আল কুরআন নাজিল করা হয়েছিল এ মাসে , শান্তি প্রতিষ্ঠায় পবিত্র আল কোরআনের গৌরব উজ্জ্বল ভুমিকা রয়েছে। ইশা ছাত্র আন্দোলন কুরআনের বিধান কায়েমের মাধ্যমে সমাজের সর্বস্তরে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। তিনি ইশা ছাত্র আন্দোলনে সকল কার্যক্রম বাস্তবায়ন ও প্রচারণায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুফতি ফয়জুল করীম শায়েখে চরমোনাই এর সাহেব জাদা মুজাহিদুল করীম, আরও উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর এর সাবেক সভাপতি সাব্বির আহমেদ, দক্ষিণ মডেল থানার সভাপতি সিরাজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ২৪ নং ওয়ার্ড সভাপতি আশিকুর রহমান আশিক, সাধারণ সম্পাদক ইব্রাহিম সাগর। SHARES রাজনীতি বিষয়: বরিশালে ইশা ছাত্র আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল