নলছিটিতে বৃষ্টির জন্য নামাজ আদায় News News Desk প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২১ খান ইমরানঃ ঝালকাঠির নলছিটিতে গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহ, খরা ও অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে ইসতিসকার নামাজ আদায় করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে সরকারি নলছিটি মাচেন্টস্ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ধর্মপ্রাণ মানুষ এ নামাজ আদায় করেন। নামাজ শেষে অব্যাহত অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন থানা জামে মসজিদের ইমাম ও নলছিটি সিনিয়র ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা বাহাউদ্দীন। জানা গেছে, বৈশাখের অর্ধেক মাস পেরিয়ে গেলেও বৃষ্টির দেখা নেই ঝালকাঠির কোনো এলাকায়। অনাবৃষ্টিতে সম্ভব হচ্ছে না ফসল উৎপাদন। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে এখানকার জনজীবন। এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করা হয় বলে জানিয়েছে অংশগ্রহণকারী মুসল্লিরা। SHARES ইসলাম বিষয়: নলছিটিতে বৃষ্টির জন্য নামাজ আদায়