“আমাদের বানারীপাড়া” ফেসবুক গ্রুপের উদ্যোগে ইফতার সামগ্রী উপহার News News Desk প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২১ মো: রুবেল, বানারীপাড়া প্রতিনিধিঃ বানারীপাড়া উপজেলার জনপ্রিয় ফেসবুক গ্রুপ ” আমাদের বানারীপাড়া” এর উদ্যোগে আজ ২৫/৪/২০২১তারিখ রোজ:রবিবার পবিত্র রমজান উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে ৭৮ টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়। ইফতার সামগ্রী বিতরনে উপস্থিত ছিলেন গ্রুপের উপদেষ্টা সদস্য জনাব জুয়েল হোসেন বড়’দা, উপদেষ্টা ও এডমিন হাসান আহমেদ সোহাগ ও রিপা মল্লিক। মডারেটর মাসুদ রানা, আসিফ আলী। সেচ্ছাসেবক সুজন, মিসবাহ শাওন, ফাবিহা রুহি প্রমুখ। গ্রুপের প্রতিষ্ঠাতা সুমন হোসেন বলেন, এভাবে যে যার অবস্থান থেকে মানবিক কাজে এগিয়ে এলে সমাজ থেকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করে শান্তিপূর্ন সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। এক্ষেত্রে বিত্তবানদের এগিয়ে আসার আমন্ত্রন জানান। SHARES বিশেষ সংবাদ বিষয়: "আমাদের বানারীপাড়া" ফেসবুক গ্রুপের উদ্যোগে ইফতার সামগ্রী উপহার