চকবাজার রোড এলাকায় আংশিক মূল্যহ্রাস এর কারনে বেড়েছে জনগনের সমাবেশঃ বরিশাল News News Desk প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২১ বাপ্পি মন্ডলঃ বরিশাল মহানগরীতে ৮২,চকবাজার রোড এলাকায় আংশিক মূল্যহ্রাস এর কারনে বেড়েছে জনগনের সমাবেশ। ১১ এপ্রিল সকাল ১০ টা থেকে নগরীর ৮২,চকবাজার এলাকায় আংশিক মূল্যহ্রাস এর কারনে বেড়েছে জনগনের সমাবেশ। এর ফলে সৃষ্টি হয়েছে যানবাহন এর বিশাল লাইন। একাধিক লোকের সমগমের ফলে ছিলোনা সামাজিক দুরত্ব। করোনা এর ২য় স্টেজে এসেও এত সমগম হুমকির লক্ষ্য। পথচারীদের সাথে কথা বলে জানা গেলো আগামি ১৪ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে কঠোর লকডাউন বন্ধ হতে যাচ্ছে সমস্ত দোকানপাট তাই তারা আগে থেকে সংগ্রহ করা নিয়ে ব্যাস্ত। কিন্তু দোকানিরা এই আংশিক মুল্যহ্রাস বিষয়টি স্বীকার করতে নারাজ। দোকানের মালিকরা জানালো পহেলা বৈশাখকে সামনে রেখে নতুন পোশাকের জন্য বেড়েছে এই জনসমগম। দোকান গুলো ঘুরে দেখা গেলো কিছু মানুষের মুখে মাক্স থাকলে ও নেই কোন সামাজিক দূরত্ব। দোকানের মালিকরা ও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে না। প্রশাসনকে উক্ত বিষয়টি জানানোর পরে ১২.২৫মিনিট এর দিকে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। SHARES জাতীয় বিষয়: চকবাজার রোড এলাকায় আংশিক মূল্যহ্রাস এর কারনে বেড়েছে জনগনের সমাবেশঃ বরিশাল