আইফোন ১৩’র তথ্য ফাঁস News News Desk প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২১ ফোনের জগতে আলোচনার কেন্দ্রবিন্দুতে আইফোন ১৩। ‘কেমন হবে, কী থাকবে আইফোন থার্টিন-এ?’ এমন হাজারো প্রশ্ন ব্যবহারকারীদের মনে। আইফোন ব্যবহারকারীরা ইন্টারনেটে প্রতিনিয়তই ঢুঁ মারছেন আইফোন ১৩’র নতুন ফিচার জানতে। জানা গেছে, অ্যাপল তাদের পরবর্তী আইফোন সিরিজে ব্যাপক পরিবর্তন নিয়ে আসছে। আশার কথা হলো- পুরোদস্তুর না হলেও বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস নতুন আইফোনের ডিজাইনের ব্যাপারে দারুণ কিছু তথ্য প্রকাশ করেছে। জানা গেছে, নতুন ডিজাইনের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে আইফোন ১৩। ফলে পার্থক্য থাকবে আইফোন ১২’র সাথে। ফোর্বস বলছে, অ্যাপল আইফোন ১৩’র প্রো এবং প্রো ম্যাক্সের ম্যাট ব্ল্যাক রঙের সংস্করণ বাজারজাত করবে। আইফোন ১৩তে সাইন্ড, ডিজাইন এবং ক্যামেরায় বেশ কিছু পরিবর্তন আসবে। রিয়ার ক্যামরার নতুন ডিজাইন ছাড়াও কথা বলার সময় আইফোন ১৩তে থাকছে উন্নত ‘নয়েজ ক্যান্সেলেশন’। এছাড়া আইফোন থার্টিন-এর সবগুলো মডেলের নচের আকার ছোট করা হবে বলে জানা গেছে। SHARES তথ্য প্রযুক্তি বিষয়: আইফোন ১৩’র তথ্য ফাঁস