শরীয়তপুরে নতুন করে এ আরও ১৪ জন করোনা ভাইরাস এ আক্রান্ত হয়েছে News News Desk প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০২১ আল আমিন, শরীয়তপুরঃ শরীয়তপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে ১৪জনের করোনাভাইরাস নমুনা পরীক্ষা পজিটিভ এসেছে। সরকার ঘোষিত ২৯ টি জেলার এর মধ্যে শরীয়তপুর জেলা ও রয়েছে। তাই সাধারণত মানুষের অচেতনতার কারনে দিন দিন শরীয়তপুর জেলা এর আক্রান্ত এর সংখ্যা লাফিয়ে এ বাড়ছে। নতুন সনাক্তরা হলেন- সদর উপজেলায়- ০৫ জন, জাজিরা উপজেলায়- ০৪ জন, নড়িয়া উপজেলায়- ০৪ জন, ভেদরগঞ্জ উপজেলায়- ০১ জনসহ মোট- ১৪ জন। তথ্যসূত্র: স্বাস্থ্য প্রশাসন, শরীয়তপুর। SHARES স্বাস্থ্য বিষয়: শরীয়তপুরে নতুন করে এ আরও ১৪ জন করোনা ভাইরাস এ আক্রান্ত হয়েছে