সিটি কর্পোরেশন এলাকায় গণপরিবহন উন্মুক্ত হলো News News Desk প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২১ দুই দিন বন্ধ থাকার পর আজ (বুধবার) ভোর ৬ টা থেকে রাজধানী ঢাকাসহ সবগুলো সিটি কর্পোরেশন এলাকায় চলাচল শুরু করেছে বাসসহ সব ধরণে গণপরিবহন। ভোর থেকে রাজধানীতে দেখা গেছে সিটি সার্ভিসের বাসগুলো। যাত্রীর সংখ্যা কম হওয়ায় বাসগুলোকে বিভিন্ন মোড়ে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে দেখা গেছে। অফিস খোলা থাকায় বেলা বাড়ার সাথে সাথে বাড়ছি যাত্রী ও গণপরিবহনের সংখ্যা। বন্দর নগরী চট্টগ্রাম, শিল্পাঞ্চল গাজীপুর ও নারায়ণগঞ্জেও সকাল থেকে চলাচল শুরু করেছে সিটি সার্ভিসের বাস। দেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার ভোর থেকে সারাদেশে সাতদিনের কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা করে সরকার। এতে বাস, ট্রেন ও লঞ্চসহ সব গণপরিবহন বন্ধ হয়ে যায়। অফিস ও কল কারখানা খোলা থাকায় চরম ভোগান্তিতে পরেন চাকরিজীবীরা। এ অবস্থায় আজ (বুধবার) থেকে সিটি কর্পোরেশন এলাকায় গণপরিবহন উন্মুক্ত হলো। তবে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত দুরপাল্লার পরিবহন বন্ধ থাকবে। যদিও দুইদিনের এই কঠোর নিষেধাজ্ঞা চলাকালে বাস-লেগুনার মতো গণপরিবহন বাদে বেশিরভাগ যানবাহনই চলছে অনেকটা স্বাভাবিকভাবে। তবে, রাজপথে গণপরিবহন না থাকায় কর্মস্থলগামী মানুষকে পড়তে হয় চরম ভোগান্তিতে। ক্ষেত্রবিশেষে গুণতে হয়েছে দ্বিগুণ ভাড়া। SHARES জাতীয় বিষয়: সিটি কর্পোরেশন এলাকায় গণপরিবহন উন্মুক্ত হলো