বগুড়ায় আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড, ১৭ জনের শাস্তি News News Desk প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, এপ্রিল ৫, ২০২১ বগুড়ার শিবগঞ্জে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে ১৭ জনকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার মহাস্থানগড় এলাকার নুরজাহান আবাসিক হোটেলে এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর কবীর। ভ্রাম্যমাণ আদালত এই সময় হোটেলের ব্যবস্থাপককে ৬ মাস, দুই সুপারভাইজারকে ১ মাস ও চার খদ্দেরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়। এছাড়া ১০ যৌনকর্মী ও খদ্দেরকে জরিমানা করা হয়। শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, অনৈতিক কর্মকাণ্ডের তথ্য পেয়ে হোটেল নূরজাহানে অভিযান পরিচালনা করা হয়। এতে হোটেলের ম্যানেজার আলমগীর (৪০), তার দুই সহযোগী আমিনুল ইসলাম (২৮) ও আরিফুল ইসলাম (২৬) এবং সাতজন নারী ও সাতজন পুরুষকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে প্রেরণ করা হয়। SHARES অাইন আদালত বিষয়: বগুড়ায় আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড১৭ জনের শাস্তি