মুক্তযুদ্ধ ছাত্র মঞ্চ,বগুড়া জেলা শহর শাখার কমিটি অনুমোদন News News Desk প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২১ বগুড়া জেলা প্রতিনিধিঃ মুক্তিযুদ্ধ ছাত্র মঞ্চ বগুড়া শহর কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনটির বগুড়া জেলা কমিটি। সম্প্রতি বগুড়া জেলা কমিটির সভাপতি মোঃরেজওয়ানুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইস্তামুল হাসানের সাংগঠনিক প্যাডে এ কমিটির আংশিক অনুমোদন দেয়া হয়। এতে আগামী এক বছরের জন্য সভাপতি হিসেবে মীর আশিকুর এবং সাধারণ সম্পাদক হিসেবে এস.এম মিফতাহুল রহমান হৃদয়ের নাম ঘোষণা করা হয়। একই সাথে মুক্তিযুদ্ধ ছাত্র মঞ্চ বগুড়া শহর শাখার নবনির্বাচিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দিয়েছেন জেলা কমিটি। SHARES রাজনীতি বিষয়: বগুড়া জেলা শহর শাখার কমিটি অনুমোদনমুক্তযুদ্ধ ছাত্র মঞ্চ