শিবচরে স্ত্রির সঙ্গে অভিমান করে স্বামীর ‘আত্মহত্যা’ News News Desk প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২১ মোঃ রোমান জমাদ্দার, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর শিবচরের দুতিয়াখন্ড নদীর পাড় মুযাফারপুর ৩ নং ওয়ার্ডেম জিবর মাদবর (৫৫) স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছন। সোমবার রাত ১২ টার দিকে মজিবর মাদবর বাড়ি থেকে স্ত্রীর সাথে অভিমান করে বাড়ী থেকে বের হয়ে যান পরদিন সকালে গ্রাম বাসি একটি বাগানে তাকে একটা গাছের সংগে ঝুলতে দেখতে পেয়ে শিবচর থানায় খবর দেন খবর পেয়ে পুলিশ এসে তার মরদেহটি উদ্ধার করে শিবচর থানার ওসি মিরাজ বলেন, নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি। মিরাজ SHARES বিশেষ সংবাদ বিষয়: শিবচরে স্ত্রির সঙ্গে অভিমান করে স্বামীর ‘আত্মহত্যা’