মাদারীপুরের শিবচরে রান্নাঘড়ে আগুন লেগে মাহফুজা নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে News News Desk প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, মার্চ ১, ২০২১ মোঃ রোমান জমাদ্দার, মাদারীপুর প্রতিনিধি: সোমবার (১ মার্চ) দুপুর পৌনে একটার দিকে শিবচর পৌরসভার ডিসি রোড এলাকায় এ ঘটনা ঘটে।শিবচর থানার ওসি মিরাজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহত শিশু মাহফুজা শিবচর উপজেলার চরশ্যামাইল এলাকার রাসেল হাওলাদারের মেয়ে।তারা শিবচর পৌরসভার ডিসি রোড এলাকায় হাবিবুর রহমানের বাসায় ভাড়া থাকেন। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, সোমবার দুপুরে মাহফুজা শিবচরের তার বাসার পাশের বাড়ির ইব্রাহীম মাদবরের বাড়িতে খেলতে যায়।এসময় ইব্রাহীম মাদবরের বাড়ির এক ভাড়াটিয়া নুরন্নাহার বেগম তার সন্তানের গোসলের জন্য গরম পানি করে গোসল খানায় নিয়ে গোসল করাতে থাকেন।এসময় রান্না ঘরে আগুন লেগে যায়। মাহফুজা ওই রান্না ঘরেই অসাবধানতাবসত সবার অজান্তে ঢুকে যায়।পরে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে মাহফুজা রান্না ঘরেই আগুনে পুড়ে মারা যায়। খবর পেয়ে শিবচর থানার পুলিশ ও শিবচর ফায়ার সার্ভিস প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।পরে সেখান থেকে মাহফুজার মরদেহ উদ্ধার করে। এদিকে শিশু মাহফুজার মৃত্যুতে পুরো পরিবার ও এলাকাবাসীর মাঝে বইছে শোকের মাতম। SHARES নারী ও শিশু বিষয়: মাদারীপুরের শিবচরে রান্নাঘড়ে আগুন লেগে মাহফুজা নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে