বিএমপি উপ-পুলিশ কমিশনার উত্তর কার্যালয়ে বিভাগীয় অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত News News Desk প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২১ নিজস্ব প্রতিবেদকঃ ২২ ফেব্রুয়ারী ২০২১ খ্রিঃ উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি কার্যালয় সম্মেলন কক্ষ বরিশালে বিভাগীয় অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপ-পুলিশ কমিশনার উত্তর জনাব মোঃ খাইরুল আলম। যথা সময়ে ওয়ারেন্ট তামিল করার জন্য অভিযান বৃদ্ধি সহ মামলা তদন্তে আরও স্বচ্ছতার দিকে খেয়াল রেখে কাজ করার জন্য থানার অফিসারদের নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, সাদাকে সাদা আর কালোকে কালো বলতে হবে।মামলার চার্জশিটে সত্যঘটনা তুলে ধরতে হবে।সকল মামলার মেরিট অনুযায়ী দ্রুত নিস্পত্তি করতে হবে। দেশ আজ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে।দেশের উন্নয়নের সাথে সাথে আমাদের মন মানসিকতার উন্নয়ন ঘটাতে হবে। বিট পুলিশিংয়ের মাধ্যমে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পুলিশি সেবা পৌঁছে দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নের্তৃত্বে দেশ আজ একটি মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে।স্বাধীনতার সুবর্ন জয়ন্তীর বছরে জনতার পুলিশে রুপান্তরিত হয়ে ২০৪১ সালে একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়তে হলে পুলিশ বাহীনিকেও প্রযুক্তি নির্ভর আধুনিক পুলিশ হিসেবে গড়ে তুলতে হবে। সহকারী পুলিশ কমিশনার এয়ারপোর্ট থানা বিএমপি জনাব নাসরিন জাহান এর সঞ্চালনায় , সভায় উপস্থিত ছিলেন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বিএমপি উত্তর জনাব রুনা লায়লা , সহকারী কমিশনার কাউনিয়া থানা বিএমপি জনাব মোঃ মাসুদ রানা, অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা বিএমপি জনাব মোঃ জাহিদ বিন আলম, অফিসার ইনচার্জ কাউনিয়া থানা বিএমপি জনাব মোঃ আজিমুল করিম সহ অন্যান্য অফিসারবৃন্দ। SHARES অাইন আদালত বিষয়: বিএমপি উপ-পুলিশ কমিশনার উত্তর কার্যালয়ে বিভাগীয় অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত