বগুড়ায় বিদেশী পিস্তলসহ দাদন ব্যবসায়ী গ্রেপ্তার News News Desk প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২১ রেজওয়ানুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলিসহ এক দাদন ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল (২২ ফেব্রুয়ারী) সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাবতলী উপজেলার ভান্ডারা চারমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যাক্তির নাম আবু বকর ছিদ্দিক শাহীন (৪২)। শাহীন গাবতলী উপজেলার গড়েরবাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে। সে এলাকায় দাদন ব্যবসা করতো বলে পুলিশ সুত্রে জানা গেছে। পুলিশ আরো জানায় বাজারে শাহীনের সকাল- সন্ধ্যা নামে একটি সমিতি রয়েছে। এর মাধ্যমে এলাকায় সে দাদন ব্যবসা করতো। দাদন ব্যবসা করা অন্য এক সমিতির সাথে শাহীনের টাকা পয়সা লেনদেনে ঝামেলা নিজের ক্ষমতা জাহির করতে জনসম্ম্মুখে পিস্তল বের করে শাহীন। বিষয়টি জানাজানি হলে অভিযানে নামে পুুলিশ। গতকাল সোমবার রাতে তার সমিতি কার্যালয় থেকে বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলিসহ শাহীনকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। SHARES অাইন আদালত বিষয়: বগুড়ায় বিদেশী পিস্তলসহ দাদন ব্যবসায়ী গ্রেপ্তার