কবিতা, একদিন খুঁজবি আমায়ঃ মিতু মরিয়ম News News Desk প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২১ সাঁঝ বাতির সলতে ফুরোবে যেদিন, ঘোর অমানিশায় যেদিন তোর রাত্রি যাপন, জানি, তুই খুঁজবি আমায়, খুব করে খুঁজবি, এক টুকরো আলো হয়ে প্রদীপ জ্বালাতে। দূরের ওই দিগন্তে খুঁজে নিস আমায়, কোনো এক সন্ধ্যে তারার মাঝে। পূবালী হাওয়া হবো সেদিন, শীতল করতে তোর বুকের পাজর! অতৃপ্ত হৃদয়ের সমাধির পাশে তুই কাঁদবি জানি! আবারো হৃদয় পোড়াতে! অতৃপ্ত বাসনা গুলোও তোর হৃদয়ে উকি দেবে সেদিন, গভীর ভালোবাসা হয়ে। সেদিনও আমায় খুঁজবি! যেদিন দোলন চাপা আর হাসনা হেনার সুবাস ম্লান হয়ে যাবে, আমি সুবাসিত করবো তোকে। এক অদৃশ্য বাতাসে মিশে। সেদিনও আমায় খুঁজবি! দীগন্তের সীমানায় মেঘ, বৃষ্টি, আর রোদ্দুর হয়ে মিশে রবো আমি। তোর দু চোখের কিনারে হবো দু ফোটা জ্বল! ছুঁতে গেলেই হবো বিলীন! সেদিনও আমায় খুঁজবি! শেষ বিকেলের আলোতেও একদিন খুঁজবি আমায় ! আমার অদৃশ্য বিচরণ থাকবে যেদিন সবেতেই মিশে, সেদিন পাবিনা আর দৃশ্যমান এই আমাকে! অযত্নে, অবহেলায় বেড়ে উঠা ভালোবাসার আজ অপমৃত্যু ঘটেছে! বেলা শেষে অবেলায় খুঁজে আর পাবিনা এই আমায় ! আজ ওই দুর আকাশের নক্ষত্র হয়ে মিশে আছি আমি! চলে গেছি সমস্ত বন্ধন ছিন্ন করে, শুধু, শুধু তোর ভালো থাকার কারণ হতে! আজ আমার সমাধি পাশে দু ফোটা অশ্রু সমর্পণ করবি, সেও আমি জানি। কারণ, নিয়তি বরই বেসামাল! পাবিনা জেনেও তুই খুঁজবি! আবারো খুঁজবি আমায়! খুব করে খুঁজবি! খুব করে,,,! SHARES সাহিত্য বিষয়: একদিন খুঁজবি আমায়ঃ মিতু মরিয়মকবিতা