মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন করেন Soft Dream’s Light Foundation News News Desk প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২১ ঝালকাঠি প্রতিনিধিঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের মাঝে বাংলা বই সহ শিক্ষা উপকরণ বিতরণ করেন করেন SOFT DREAM’S LIGHT FOUNDATION ঝালকাঠি জেলা শাখা। একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা ভাষা ও ভাষা শহীদদের জীবনী ইতিহাস সম্পর্কে শিশুদের মাঝে ধারণা দেন এবং আদর্শলিপি বই সহ শিক্ষাসামগ্রী ও খাদ্য সামগ্রী বিতরণ করেন সফট ড্রিমস লাইট ফাউন্ডেশন এর তরুণ-তরুণীরা । এসময় উপস্থিত ছিলেন, জেলা সভাপতি মেহেদী হাসান আকন, সহ সভাপতি মারিয়া মিমু, সাধারণ সম্পাদক রাসেল হোসেন ও সুরাইয়া অনি , প্রচার সম্পাদক নিউটন ,দপ্তর সম্পাদক অনিক , নারী সম্পাদক শেফা, পরিবেশ সম্পাদক সালমান সহ সংগঠনের সদস্য বৃন্দ এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হুমায়ুন কবির সাগর ( নব কাউন্সিলর ) মোঃ শাহিদ মৃধা ( আওয়ামী মৎস্য লীগ ঝালকাঠি জেলা শাখার যুগ্ন আহ্বায়ক , সাবিনা ইয়াসমিন (নব কাউন্সিলর ) । SHARES জাতীয় বিষয়: মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন করেন Soft Dream's Light Foundation