বরিশাল নতুল্লাবাদ থেকে ২ মাদক সেবনকারী আটক, কাউন্সিলর বিপ্লবের পদক্ষেপ! বরিশাল নতুল্লাবাদ থেকে ২ মাদক সেবনকারী আটক, কাউন্সিলর বিপ্লবের পদক্ষেপ! News News Desk প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২১ মঙ্গলবার দুপুর আনুমানিক ২.০০টায় বরিশাল নতুল্লাবাদ সংলগ্ন এলাকায় জেল খাল কাল-ভাটের উপর থেকে মাদক সেবনের সময় হাতেনাতে আটক হয় দুই যুবক। বরিশাল সিটি করপোরেশন ২২ নং ওয়ার্ড কাজী পারা এলাকায় বসবাস রত মেহেদী ও জুয়েল দোকানে বসে মাদক কেনা বেচা করার সময় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের হাতে গোপন তথ্যের ভিত্তিতে ধরা পরে। মেহেদী (২৮), পিতা রিপন তালুকদার ও জুয়েল (২৯), পিতা মালেক শিকদার, কাজিপারা এলাকার বাসিন্দা তারা। এসময় জনপ্রিয় সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর “জনাব জিয়াউর রহমান বিপ্লব” তিনি মুখরিত জনতার সামনে সাথে সাথে দোকানটি উচ্ছেদ করে বলেন, জনগনের ভালোবাসা ও দোয়ায় নির্বাচিত আমি, আমার ওয়ার্ডে এ সমস্ত অপকর্মে জড়িত আছে তাদের প্রত্যেককে চিহ্নিত করে আইনের হাতে সমর্পণ করা হবে বলে জানান, আরও উপস্থিত ছিলেন বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রিত অধিদপ্তরের কর্মকর্তা ইন্সপেক্টর আব্দুল মালেক তালুকদার এর নেতৃত্বের এই সফল অভিযান পরিচালনা করা হয়। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেয়া হয়। SHARES অাইন আদালত বিষয়: কাউন্সিলর বিপ্লবের পদক্ষেপ!বরিশাল নতুল্লাবাদ থেকে ২ মাদক সেবনকারী আটক