চাঁদপুরে নবাগত সহকারি পুলিশ সুপার হলেন শরীয়তপুরের মেয়ে শেহরিন আলম News News Desk প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২১ আলআমিন, শরীয়তপুরঃ চাঁদপুরে সহকারি পুলিশ সুপার হিসেবে শেহরিন আলম যোগদান করেছেন। গত ১৬ জানুয়ারী তিনি শিক্ষানবিশ হিসেবে চাঁদপুরে যোগদান করেন। তিনি ৩৭ তম বিসিএস ক্যাডারে উত্তীর্ন হয়ে পুলিশ বিভাগে যোগদান করেন। রাজশাহীর সার্দার পুলিশ একাডেমী থেকে বাস্তব প্রশিক্ষন গ্রহন করেন। শরিয়তপুর জেলার ডামুডা উপজেলার আদাশন গ্রামে মেয়ে শেহরিন আলম। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তার স্বামী জহিরুল আলম সুনামগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছেন। কর্মক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। SHARES অাইন আদালত বিষয়: চাঁদপুরে নবাগত সহকারি পুলিশ সুপার হলেন শরীয়তপুরের মেয়ে শেহরিন আলম