বগুড়ায় নতুন করে আরও ১৮ জন করোনায় আক্রান্ত News News Desk প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২১ রেজওয়ানুল ইসলাম,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় নতুন করে আরও ১৮ জনের দেহে করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাস আক্রান্ত হলেন নয় হাজার ৮১৭ জন। আজ বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, দুটি পিসিআর ল্যাবে ২০০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ১৯৩ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের এবং টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ৭ জনের নমুনা পরীক্ষা করে ১ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। আক্রান্তদের সবাও বগুড়া সদরের। সূত্রটি আরও জানায়, আজ দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি। বগুড়ায় এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন, ৯ হাজার ৩৭২ জন এবং মারা গেছেন ২৪০জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২০৫ জন। SHARES স্বাস্থ্য বিষয়: বগুড়ায় নতুন করে আরও ১৮ জন করোনায় আক্রান্ত