Soft Dream's light Foundation এর পক্ষ থেকে বরিশাল নবনিযুক্ত জেলা প্রশাসক মহোদয়কে ফুলেল শুভেচছা Soft Dream’s light Foundation এর পক্ষ থেকে বরিশাল নবনিযুক্ত জেলা প্রশাসক মহোদয়কে ফুলেল শুভেচ্ছা News News Desk প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১ বরিশালঃ বুধবার বেলা ১১.৩০ মিনিটে Soft Dream’s light Foundation এর পক্ষ থেকে বরিশাল নবনিযুক্ত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব জসীম উদ্দীন হায়দার মহোদয়ের সাথে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় তার কাছে সংগঠনটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরলে, জেলা প্রশাসক বলেন আমি নিজেও ৩৩ বার রক্ত দিয়েছি এই মহান উদ্যোগটি আমার খুবই প্রিয় তাই আপনাদেরকে আমি স্বাগতম জানাই এবং আপনাদের সকল কার্যক্রম নিয়ে একদিন বসবো, এই বলে আশা প্রধাণ করে মিষ্টিমুখ করান তিনি। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, বিজয়ের বাংলাদেশ’র সম্পাদক সৈয়দ নাঈম, Soft Dream’s light Foundation এর প্রতিষ্ঠাতা সভাপতি মেহেদী হাসান আকন, বরিশাল জেলার সভাপতি ইমন খান, অর্থ-সম্পাদক প্রিন্স, ঝালকাঠি জেলার সহ-সভাপতি তানিশা জায় মিমু প্রমুখ। SHARES গণমাধ্যম বিষয়: Soft Dream's light Foundation এর পক্ষ থেকে বরিশাল নবনিযুক্ত জেলা প্রশাসক মহোদয়কে ফুলেল শুভেচছা