ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১২ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১২ জনের মৃত্যু News News Desk প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২১ ইন্দোনেশিয়ায় ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধসে ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কমপক্ষে আরও ১৮ জন আহত হয়েছে। খবর নিউ ইয়র্ক টাইমসের। রোববার হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছেন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র। তিনি জানান, জাভা প্রদেশের সুমাডাং জেলার সিহানজং গ্রামে ব্যাপক বর্ষণের ফলে এ ভূমিধসের ঘটনা ঘটে। এ ঘটনায় আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে দমকল বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। ভূমিধসে স্থানীয় একটি সেতু ও সড়ক বন্ধ হয়ে গেছে। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শনিবার ৬২ আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার একটি অভ্যন্তরীণ বিমান জাভা সাগরে বিধ্বস্ত হয়। এর মধ্যেই ভূমিধসে হতাহতের ঘটনা মানুষকে আরও শোকাহত করে তুলেছে। ওয়াই SHARES আন্তর্জাতিক বিষয়: ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১২ জনের মৃত্যু