বাউফলে সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু News News Desk প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২১ বাউফল প্রতিনিধিঃ বাউফলের বিলবিলাস গ্রামে মটর সাইকেলের ধাক্কায় মিনারা বেগম (৩৫) নামের এক গৃহবধূ মারা গেছে। তার স্বামীর নাম বজলুর রহমান কবিরাজ। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রবিবার সকাল সাড়ে ৮টার সময় ওই গ্রামের বরইতল এলাকায় মিনারা বেগম রাস্তার পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দোয়। ঘটনাস্থলেই তিনি অজ্ঞান হয়ে পড়েন । এসময় তার দেবর ফজলুল হক কবিরাজ তাকে উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে আসলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। SHARES সড়ক দুর্ঘটনা বিষয়: বাউফলে সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু