বরিশালের গৌরনদীতে ছাত্র দলের বিতর্কিত আহবায়ক কমিটি ঘোষণা News News Desk প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২১ জিএম রাব্বি, গৌরনদী বরিশালঃ বরিশালের গৌরনদী ও আগেলঝারাতে ছাত্র দলের বিতর্কিত আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।ইতিমধ্যেই আগৈলঝারায় বিতর্কিত আহবায়ক কমিটির ১৩ নেতাকর্মী সইচ্ছায় পদত্যাগ করেছেন,আগৈলঝারা প্রেসক্লাবে।স্থানিয় সেতাকর্মীদের দীর্ঘ দিনের সময়ের দাবি ছিল ছাত্র দলের কমিটির, গতকাল বরিশাল জেলা ছাত্র দলের বহিস্কৃত সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত বিতর্কিত আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে, যে ছাত্র দলের গঠনতন্ত মোতাবেক ঘোষণা করা হয় নাই, অত্র কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন করা হয় নাই। গৌরনদী পৌরসভার আহবায়ক কমিটিতে রয়েছে একাধিক বিবাহিত। যা দলীয় গঠনতন্তের বিরোধী, প্রকাশিত আহবায়ক পকেট কমিটি হয়েছে বলে একাধিক ছাত্র দলের নেতার তার তীব্র নিন্দা ও ধিক্কার প্রকাশ করছেন, এবং তারা দাবি করেন অবিলম্বে প্রকাশিত আহবায়ক ও পকেট কমিটি বাতিল করে নতুন করে কমিটি ঘোষণা করার জোর দাবি জানিয়েছেন ত্যাগি নেতাকর্মীরা। SHARES রাজনীতি বিষয়: বরিশালের গৌরনদীতে ছাত্র দলের বিতর্কিত আহবায়ক কমিটি ঘোষণা