শরীয়তপুরে সড়ক দুর্ঘটনা টলি গাড়ির সাথে মোটরসাইকেল সংর্ঘষ News News Desk প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২১ আলআমিন, শরীয়তপুরঃ আজ সকালে পালং উত্তর বাজার রেডচিলির সামনে ট্রলি গাড়ি আর বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইকের চালক স্পট ডেড, পেছনে থাকা ব্যক্তির অবস্থা আশংকাজনক। এই ট্রলি গাড়িগুলোর জন্য প্রায় সময় দুর্ঘটনার সৃষ্টি হয়, এগুলো কোনো গাড়ির মধ্যে পড়ে কিনা তা নিয়ে কথা মোটরসাইকেল চালকদের মাঝে। কারন তারা মাঝে মাঝে ই বেপরোয়া ভাবে শরীয়তপুর সদর ম্যান সড়কে গাড়ি চালায় এমবটাই দাবী করছে সাধারন মানুষ। SHARES সড়ক দুর্ঘটনা বিষয়: শরীয়তপুরে সড়ক দুর্ঘটনা টলি গাড়ির সাথে মোটরসাইকেল সংর্ঘষ