আটকে পড়া ভিকটিমকে উদ্ধার করলেন ডেমরা ফায়ার স্টেশন News News Desk প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০ আমিনুল ইসলাম, ঢাকা প্রতিনিধিঃ আজ বৃহষ্পতির আনুমানিক সকাল ৯.০০ ঘটিকায় ডেমডা সারুলিয়া রানী মহল সাথে মিক্সার মেশিনে আটকে পরে দেলোয়ার(৩২) নামে এক ব্যক্তি। ততক্ষনই খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিস উদ্ধারের কাজ করে, এবং আটকে পরা রুগীকে ঢাকা পঙ্গু হাসপাতালে হস্তান্তর করেন। এ সময় উদ্ধারের কাজে নেতৃত্ব দেন ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জনাব মোঃ ওসমান গনি, ফায়ার ফাইটার মোঃ আরিফসহ অন্যান ফায়ার সার্ভিস কর্মকর্তা’রা। SHARES জাতীয় বিষয়: আটকে পড়া ভিকটিমকে উদ্ধার করলেন ডেমরা ফায়ার স্টেশন।