কবিতা,১৬ ডিসেম্বর: উম্মে তামিমা তন্বী News News Desk প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২০ কবিতাঃ ১৬ ডিসেম্বর। ১৬ ডিসেম্বর, এই সেই দিন! মনে পড়ে তোমার? আজ বাংলাদেশের জন্মদিন। একাওরে শহীদ হওয়া বীর যোদ্ধাদের রক্তে অর্জিত বিজয়ের দিন। ১৬ ডিসেম্বর, বাংলাদেশ নামে একটা স্বাধীন রাষ্ট্রের জন্মদিন। লাল-সবুজ পতাকার দিন, পাক অপশক্তির পতনের দিন। ১৬ ডিসেম্বর, এটা শুধু বিজয়ের দিন নয় বাঙালির চেতনা জাগরণের দিন। হাজারো শহীদের রক্তে অর্জিত বিজয়ের দিন, বাংলাদেশের শুভ জন্মদিন। উম্মে তামিমা তন্বী সমাজবিজ্ঞান বিভাগ(১৮-১৯) ইডেন মহিলা কলেজ, ঢাকা। SHARES সাহিত্য বিষয়: কবিতা১৬ ডিসেম্বর: উম্মে তামিমা তন্বী