কওমি আলেমদের সঙ্গে বৈঠক, মঙ্গলবার সিদ্ধান্ত জানাবেন স্বরাষ্ট্রমন্ত্রী News News Desk প্রকাশিত: ১০:২৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২০ ভাস্কর্য ইস্যুতে দেশব্যাপী চলমান অস্থিরতা নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন দেশের কওমি মাদরাসাগুলোর শীর্ষ আলেমরা। বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানও উপস্থিত ছিলেন। সোমবার (১৪ ডিসেম্বর) রাত ৯টায় বৈঠক শুরু হয়ে তা শেষ হয় সাড়ে ১১টায়। বৈঠক শেষে কোন সিদ্ধান্ত কিংবা আলোচনার কোনো বিষয় নিয়ে কথা বলেনি কোন পক্ষ। তবে মঙ্গলবার সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে বৈঠকের আলোচনা ও সিদ্ধান্তের ব্যাপারে বিস্তারিত জানানো হবে। বৈঠকে কওমি মাদরাসার সম্মিলিত শিক্ষা বোর্ড হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের নেতৃত্বে শীর্ষ আলেমরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে রয়েছেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা নূরুল ইসলাম জিহাদী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুসলেহ উদ্দিন গওহরপুরী ও মাওলানা নূর আহমদ কাসেম। SHARES ইসলাম বিষয়: কওমি আলেমদের সঙ্গে বৈঠকমঙ্গলবার সিদ্ধান্ত জানাবেন স্বরাষ্ট্রমন্ত্রী