নিয়মিত নেশা করতেন সঞ্জয় দত্ত! News News Desk প্রকাশিত: ৯:২১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০ সঞ্জয় দত্ত এবং তার স্ত্রী বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত নিয়মিত নেশা করতেন। সম্প্রতি এমন বিস্ফোরক মন্তব্যই করেছেন তার প্রথম পক্ষের মেয়ে ত্রিশলা দত্ত। নেটিজেনদের এক প্রশ্নের জবাবে এমনটাই জানান ত্রিশলা। সঞ্জয় দত্তের মেয়ে দাবি করেন, সঞ্জয় দত্ত কখনও নিজের সঙ্গে চিটিং করেননি। নেশা করার বিষয়টি তিনি সবসময় স্বীকার করতেন। এমনকি তিনি নেশা ছাড়তেও চেয়েছেন। এখন সঞ্জয় দত্ত নেশা করেন না। এমনটা উল্লেখ করে ত্রিশলা বলেন, ‘বাবা এখন একেবারেই ড্রাগ নেন না। ভুল বুঝতে পারলে বাবা যেকোন বিষয় থেকে সহজে বেরিয়ে আসতে পারেন। নেশা করেন বলেই তিনি অপরাধী নন। আপনার আশেপাশে এমন কেউ থাকলে তার সঙ্গে খোলাখুলি কথা বলুন। আমি গর্বিত যে সঞ্জয় দত্ত আমার বাবা।’ কয়েক মাস আগে লাঙ ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন সঞ্জয় দত্ত। এখন তিনি অনেক সুস্থ। এ অভিনেতার জীবনে অনেক উঠা-নামা রয়েছে। তাই তো তিনি বেঁচে থাকতেই শুরু হয়েছে তার বায়োপিকের কাজ। সঞ্জয় দত্তের খুব আদরের মেয়ে ত্রিশলা। পেশায় তিনি একজন সাইকোলজিস্ট। বাবার সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সর্ম্পক রয়েছে বলে জানা গেছে। সঞ্জয় দত্তই ত্রিশলার জীবনের একমাত্র আইডল। SHARES বিনোদন বিষয়: নিয়মিত নেশা করতেন সঞ্জয় দত্ত!