কবিতা, ‘তোমায় আজো মনে পরে’: মুশফিক রহমান অনিক News News Desk প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২০ কবিতঃ তোমায় আজো মনে পরে। তোমায় আজো মনে পরে, কেমন আছো তুমি? অনিচ্ছার বেড়াজালে যখন বন্ধী আমি তখনও তোমায় বেশ মনে পরে। ভালো আছো তো? ভূলে কি গেছো আমায়?? তুমি আমার থেকে লক্ষ ক্রোস দূরে থাকলেও আজো ভুলি নি,ভোলা কি যাবে তোমায়?? কিছু সৃতি আজো আমায় ভাবায়, তাইতো তোমায় আজো মনে পরে। তোমার প্রতিটা চলার পথের স্পন্দন আমার মনকে কম্পিতো করে। মনে করিয়ে দেয় তুমি আজ ও আছো আমার পাশে। তাই তোমায় নিকশ কালো আধারে আজো খুঁজে বেড়াই, তুমি দেখ মনের অন্ধকার একদিন প্রিজম আলো তে নিয়ে আসবে। তাইতো তোমায় আজো মনে পরে ছোট্ট একটা ভুল তাইতো দূরত্বের ব্যাবধানটা আরো বাড়িয়ে দিলো তাই না?? আমায় কি একটুও মনে পড়ে?? তুমি তো বিচ্ছেদ অনলে ছারখার তবুও মাথা নোয়াবার নয়। তাই তোমার সকলি অভিযোগ আমারি মাথায়। বহনো তো করছি,দহনে তো পুড়েছি। বক্ষ,নেফ্রন গুলো আজ জর্জরিত। আর কতো!? সকল প্রাপ্তি,অপ্রাপ্তি ভীরে সকল অভিযোগের মোছন হবে কি এবার?? ফিরবে কি আমার নীড়ে? আমি অপেক্ষা করবো তোমার জন্য। বড্ড তোমায় আজ মনে পড়ে। মেঘবর্ন খামে চিরকুট দিলাম পাঠিয়ে উত্তের অপেক্ষায় আমি। নতুন করিয়া উদিত হবে সূর্য শুরু হবে এক নতুন পথচলা। আঁখিতে হবে না আর বর্ষন, সকল অভিযোগ হবে মোচন। আমি এই প্রার্থনা টা করি। তোমায় আজো মনে পরে। তোমার উত্তরের অপেক্ষা….! মুশফিক রহমান অনিক পটুয়াখালী সরকারি কলেজ,পটুয়াখালী। SHARES সাহিত্য বিষয়: 'তোমায় আজো মনে পরে': মুশফিক রহমান অনিককবিতা