শেখ মুজিবুর রহমান: উম্মে তামিমা তন্বী News News Desk প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০ কবিতাঃ শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান, একটি মহাকাব্যের নায়কের নাম। এক অনলবর্ষী বক্তা, এক অমায়িক ব্যক্তিত্বের নাম। যার জীবন ও সংগ্রাম ছিল মা ও মাটিকে ঘিরে। যার বজ্রকন্ঠের প্রতিধ্বনিতে ১৯৭১ বাঙালী ঝাঁপিয়ে পড়েছিল জীবন দিতে। এই মহান নেতার অনুপ্রেরণায় বাঙালী আত্মোৎসর্গ করেছিল স্বাধীনতায়। শেখ মুজিবুর রহমান, একটি স্বাধীনতার মহানায়কের নাম। একজন আপোষহীন নেতা, উজ্জ্বল নক্ষত্রের নাম। শেখ মুজিবুর রহমান, বাঙালীর হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান। উম্মে তামিমা তন্বী সমাজবিজ্ঞান বিভাগ, (২০১৮-১৯) ইডেন মহিলা কলেজ, ঢাকা । SHARES সাহিত্য বিষয়: শেখ মুজিবুর রহমান: উম্মে তামিমা তন্বী