বরিশালে ৩৪ ব্যক্তি ও ৬ প্রতিষ্ঠানের সদস্যদের ১৯ হাজার ২শ’ টাকা জরিমানা: ভ্রাম্যমাণ আদালত News News Desk প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২০ বরিশালঃ বরিশালে অভিযান চালিয়ে ৩৪ ব্যক্তি ও ৬ প্রতিষ্ঠানের সদস্যদের ১৯ হাজার ২শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (০১ ডিসেম্বর) বরিশালে সদরে সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা এবং রোমানা আফরোজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। নগরীর নথুল্লাবাদ ও কাশীপুর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমান আফরোজ মাস্কবিহীন ৯ জন ব্যক্তিকে ৭ হাজার ২শ’ টাকা জরিমানা করেন। আর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা বলেন, ভ্রাম্যমাণ আদালত চকবাজার, বাজার রোড ও সদর রোডের জেলখানা মোড় এলাকায় মাস্কবিহীন ২৫ ব্যক্তি ও ৬টি প্রতিষ্ঠানের সদস্যদের কাছ থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় জনসাধারণকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করা হয়। বোঝানো হয় মাস্ক না পরলে করোনা সংক্রমণের ঝুঁকির কথা। ভবিষ্যতে এ অভিযান আরও জোরদার করা হবে বলে জানান তিনি। SHARES অাইন আদালত বিষয়: বরিশালে ৩৪ ব্যক্তি ও ৬ প্রতিষ্ঠানের সদস্যদের ১৯ হাজার ২শ’ টাকা জরিমানা: ভ্রাম্যমাণ আদালত