মারা গেলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের সহধর্মিণী News News Desk প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২০ আমিনুল, ঢাকা প্রতিনিধিঃ ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের সহধর্মিণী গুলশান আরা সেলিম ইন্তেকাল করেছেন। রবিবার (২৯ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে তার মৃত্যু হয়। গুলশান আরা সেলিম কিডনি, ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছিলেন। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে এর আগে তিনি থাইল্যান্ডেও চিকিৎসাধীন ছিলেন। হাজী সেলিমের ব্যক্তিগত সহকারী মহিউদ্দিন বেলাল জানান, রবিবার রাতে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুলশান আরা সেলিম ইন্তেকাল করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্বামী, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার (৩০ নভেম্বর) তার দাফন সম্পন্ন হবে বলেও জানিয়েছেন ব্যক্তিগত সহকারী মহিউদ্দিন বেলাল। তার মৃত্যুতে মদিনা গুরুপের কর্মচারি সহ লালবাগ চকবাজার, জনগণ গভীর ভাবে শোকহত। SHARES জাতীয় বিষয়: মারা গেলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের সহধর্মিণী