যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানের সেনাবাহিনীর গুলিতে ভারতের দুই সেনা সদস্য নিহত News News Desk প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২০ যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানের সেনাবাহিনীর গুলিতে ভারতের দুই সেনা সদস্য নিহত হয়েছে বলে দাবি ভারতের। জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় লাইন অব কন্ট্রোলে (এলওসি) এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম দ্য হিন্দু আজ শুক্রবার এক প্রতিবেদনে জানায়, যুদ্ধিবিরতি লঙ্ঘন করে পাকিস্তান হামলা চালিয়েছে। এতে ভারতের দুই সেনা সদস্য নিহত হয়েছেন। হামলার পর ভারতও সমুচিত জবাব দিয়েছে। জম্মু-ভিত্তিক সেনাবাহিনীর মুখপাত্র লে. কর্নেল দেবেনদার আনন্দ বলেন, রাজৌরি জেলায় এলওসির সুন্দরবানি সেক্টরে পাকিস্তান সেনাবাহিনীর হামলায় আহত দুই সেনা কর্মকর্তার মৃত্যু হয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান এ হামলা চালায়। নিহত দুজন হলেন- নায়েক প্রেম বাহাদুর খাতরি এবং রাইফেলম্যান সুখবীর সিংহ। গতকাল বৃহস্পতিবার রাজৌরি জেলা সংলগ্ন পুঞ্চে পাকিস্তানের গুলিতে জুনিয়র কমিশনড অফিসার নিহত হওয়ার ঠিক একদিন পর ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলার ঘটনা ঘটল। SHARES আন্তর্জাতিক বিষয়: যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানের সেনাবাহিনীর গুলিতে ভারতের দুই সেনা সদস্য নিহত