বাসে আগুনের ঘটনায় মদদদাতাদের আইনের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী News News Desk প্রকাশিত: ১০:০৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০ রাজধানীতে গাড়িতে আগুন দেয়ার ঘটনায় আড়ালকারীদেরও আইনের আওতায় আনার কথা জানিয়েছেন, তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। রোববার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এসময় তথ্যমন্ত্রী বলেন, গেলো ১২ নভেম্বর যেভাবে গাড়িতে আগুন দেয়া হলো এবং ২০১৪-১৫ সালের ঠিক একইভাবে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছিল। এই ন্যাক্কারজনক কাজটি করার পর দুষ্কৃতকারীদের রক্ষায় আরেকটি ন্যাক্কারজনক কাজ করেছে বিএনপি। এ নিয়ে মির্জা ফখরুল সাহেবসহ বিএনপির ঊর্ধ্বতন নেতারা এটি নিয়ে মিথ্যাচার করেছে, অস্বীকার করেছে। তিনি জানান, যেসব দুষ্কৃতকারী এ ধরনের ঘটনা ঘটিয়েছে তারা যেমন অপরাধী তেমনি যারা এই দুষ্কৃতকারীদের আড়াল করার চেষ্টা করেছে তারাও অপরাধী। দেশের গণতন্ত্রকে নস্যাৎ করার পরিকল্পনা বিএনপি চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তথ্যমন্ত্রী। SHARES রাজনীতি বিষয়: বাসে আগুনের ঘটনায় মদদদাতাদের আইনের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী