সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় নিহত ১ News News Desk প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২০ এসএমএ কামাল পারভেজ, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার আঞ্চলিক সড়কে ব্যাটারি চালিত দুই অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ভ্যানচালক নারায়ণ কর্মকার (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আজ শনিবার (১৪ নভেম্বর’২০ইং) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (১৩ নভেম্বর’২০ইং) উপজেলার মাধাইনগর ইউনিয়নের তাড়াশ-কাটাগাড়ী আঞ্চলিক সড়কের কাস্তা নামক এলাকায় ভ্যান চালিয়ে আসার পথে বিপরীত দিক থেকে আসা দু’টি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নারায়ণ কর্মকার গুরুতর আহত হন। আহত ভ্যানচালক নারায়ণ কর্মকার কে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তাড়াশ হাসপাতালে ভর্তি করলেও অবস্থার অবনতি হওয়ায় তাৎক্ষণিক তাকে বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ সকালে তার মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন নিহতের শ্যালক পলান কর্মকার। এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান,এ দুর্ঘটনার বিষয়ে থানাকে কেউ অবগত করেনি। তিনি আরও জানান খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন। SHARES সড়ক দুর্ঘটনা বিষয়: সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় নিহত ১