শরীয়তপুরে আনসার ও ভিডিপির মৌলিক প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান News News Desk প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২০ আলআমিন, শরীয়তপুর প্রতিনিধি : ১০ দিন ব্যাপি গ্রামভিওিক আনসার ও ভিডিপির মৌলিক প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান করে করে প্রশিক্ষণদের মাঝে । প্রশিক্ষণটি শুরু হয় ২.১১.২০ তারিখ থেকে আজ ১৩ তারিখে শেষ হয়। প্রশিক্ষণটি হয় শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার দশমন তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। টানা ১০ প্রশিক্ষণ শেষে আজকে সকাল ১০ ঘটিকায় সবার মাঝে সার্টিফিকেট ও প্রশিক্ষণ বাতা প্রদান করা হয়। এ সময় উপস্থিত অতিথি হিসাবে ছিলেন ডামুড্যা উপজেলার আনসার ভিডিপির কমান্ডার জনাব উওম কুমার ও ডামুড্যা উপজেলা এর আনসার ভিডিপির বিশেষ সদস্য রোকেয়া বেগম এবং ধানকাটি ইউনিয়ন দলনেতা পারুল বেগম ও উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ মুল স্লোগান ছিল শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত আমরা। SHARES জাতীয় বিষয়: শরীয়তপুরে আনসার ও ভিডিপির মৌলিক প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান