রগচটা আজিজুল : নীলা আক্তার News News Desk প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২০ এক ছিল সখা মোর নাম তার আজিজুল গম্ভীর মুখ তার মাথাতে কম চুল। জ্ঞানে-গুনে কম নেই সমাজের মণি সে, অপরের উপকারে সদা পাশে থাকে যে। বুদ্ধিতে সেরা তিনি স্বাবলীল কাজে তে, রগচটা ক্ষণে ক্ষণে অভিমান লাজে তে। লোকে তারে মান দেয় তার কাজে জান দেয়, এদিক-ওদিক হলে পরে লোকেদের শান দেয়। এরকম লোক বেশি সমাজের দরকার, কথা কম কাজ বেশি সব কাজের সরকার। নীলা আক্তার ৪র্থ বর্ষ,ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) SHARES সাহিত্য বিষয়: রগচটা আজিজুল : নীলা আক্তার