হযরত মোহাম্মদ (সা:) এর ব্যঙ্গচিত্র প্রতিবাদে মানববন্ধন : ইশা ছাত্র আন্দোল News News Desk প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২০ মো: জসিম সিকদার : রাজিবপুর উপজেলায় পাখিউরা বাজারে ইশা ছাত্র আন্দলোন এর আয়োজনে ফ্রান্সে হযরত মুহাম্মাদ (সাঃ) এর ব্যাঙ্গ চিত্র প্রদর্শনের প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের তৌহিদী জনতা ঈমানী দায়িত্ব হিসেবে বিক্ষোভে অংশগ্রহণ করেন। বদরপুর দাখিল মাদ্রাসার অবঃ সহ সুপার মাওঃ আবুজাফর সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুহাম্মাদ কামরুল হাসান সাবেক সভাপতি ইশা ছাত্র আন্দলোন রাজিবপুর উপজেলা শাখা, মাওঃ সাজিদুল ইসলাম রাজিবপুরী, মাওঃ শফি আলম, ইসলামী যুব আন্দোলন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী সহ স্থানীয় আলেম ওলামা। এসময় প্রধান অতিথি কামরুল হাসান বলেন রাসুল (সাঃ) কে নিয়ে কুটুক্তিকারি ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো মুসলমানদের কলিজায় আঘাত করেছে এবং শান্তিকামী মুসলমানদের উস্কানিমূলক কথা বলে বিবাদ সৃষ্টির চেষ্টা করছে, কালক্ষেপণ না করে অতিসত্বর মুসলিম জাতির কাছে ম্যাক্রো কে ক্ষমা চাওয়ার আহবান জানান। সেইসাথে বিশ্বের সমস্ত মুসলমানদের ফ্রান্সের পণ্য বয়কটের দাবি জানান। বিক্ষোভ পর সমাবেশে বক্তারা ফ্রান্সের পণ্যবর্জন ও জাতিয় সংসদে সরকার কতৃক নিন্দাপ্রস্তাব উত্থাপনের আহব্বান জানিয়ে দোয়ার মাধ্যমে শান্তিপূর্ণ ভাবে শেষ করা হয়। SHARES রাজনীতি বিষয়: হযরত মোহাম্মদ (সা:) এর ব্যঙ্গচিত্র প্রতিবাদে মানববন্ধন : ইশা ছাত্র আন্দোল